চাঁদপুর: জেলায় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে চাঁদপুর সদরে ৩ জন, ফরিদগঞ্জে ২ জন, হাইমচরে ২ জন, মতলব দক্ষিণে ২ জন এবং হাজীগঞ্জে ১ জন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, চাঁদপুর সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়ায় হরতালের সময় নাশকতাসহ বিভিন্ন অপরাধে বিএনপির ৪/৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।