চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা-সড়কের বানিয়াচোঁ মৃধা বাড়ী এলাকায় অবরোধকারীদের দেওয়া আগুনে বই ভর্তি ট্রাক পুড়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ও শাহরাস্তি মডেল থানা পুলিশের সহযোগিতায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও প্রত্যক্ষ দর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৪-০৫৯০) ট্রাক ভর্তি বই, খাতা-কাগজ, কলম, কুরআন শরীফ সহ বিভিন্ন মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নিয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় বানিয়াচোঁ মৃধা বাড়ী এলাকায় মহা-সড়কে গাছের গুড়ি ফেলে গতি রোধ করে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় পথচারী ও প্রত্যক্ষদর্শী লোকজন শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ফোন করে বিষয়টি অবহিত করেন। জানা যায়, হাজীগঞ্জ বাজার এলাকার বিভিন্ন লাইব্রেরী ও ইলেক্ট্রনিক্সের দোকানে এ মালামালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।