শাখাওয়াত হোসেন শামীম,,
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ২ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আসুন শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই “- এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৮ জানুয়ারী) বিকালে থানা চত্ত্বরে স্থানীয় অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং উপস্থিত সকলের হাতে একটি করে কম্বল তুলে দেন। এরপর পুলিশ সুপার থানা চত্ত্বরে সবজি ও পুকুরে চাষ পরিদর্শন শেষে উপজেলার আইন-শৃঙ্খলা ও থানার আনুষাঙ্গিক কার্যক্রমের বিষয়ে খোঁজ-খবর নেন এবং থানার অফিসারের দিক-নির্দেশনা দেন। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অসহায় মানুষের শীত নিবারনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাব-ইন্সপেক্টর মিসবাহুল আলম চৌধুরী,সাব-ইন্সপেক্টর প্রভাকর বড়ুয়া, মো: আব্দুল আজিজ, সাব-ইন্সপেক্টর মো: নাজিম উদ্দিন, সাব-ইন্সপেক্টর মো: মাসুদ মুন্সী, সাব-ইন্সপেক্টর মো: ইউনুছ মিয়া, সাব-ইন্সপেক্টর গোপীনাথ অধিকারী, এসআই নুরুল আলম, এসআই সুফল চন্দ্র সিংহ, এএসআই মো: মুকবুল হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, এএসআই দিলীপ চন্দ্র দাস, এএসআই মো: ফয়েজ, এএসআই ধীমান বড়ুয়া, এএসআই গোলাম ছামদানী সহ দায়িত্বরত সকল এসআই, এএসআই এবং কনস্টেবলবৃন্দ। উল্লেখ্য, হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: জোবাইর সৈয়দ এর নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সচেতনমহল সন্তোষ প্রকাশ করেন।