হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল দুপুরে ইউনিয়নে হাড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজি, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ,আওয়ামীলীগ নেতা আবদুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ির সমিতির সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগের সদস্য আহসান হাবীব অরুন,উপজেলা আওয়ামীলীগরে সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, শাহাদাত হেসেন মজুমদান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে নির্বাচিত সভাপতি এবং চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন প্রমুখ।
২য় অধীবেশনে সকল প্রার্থী এক না হতে পেরে সকলের সিদ্ধান্তে তৃনমুলের ভোটের সিদ্ধান্ত হয়। পরে তৃনমুলের ভোটের বাংলাদেশ আওয়ামীলীগ হাজীগঞ্জ উপজেলাধীন ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তালিকাকৃত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীদের নির্বাচনে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মাঈনুদ্দিন এবং সমাপনী বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল মিয়াজি। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার। ৮ নং হাটিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে-মোস্তফা কামাল ১২৭ ভোট,এসএম রাসেল ৬৮ ভোট,ডাঃ আনোয়ার ৫৫ ভোট,সাধারণথসম্পাদক-পদে জহিরুল ইসলাম ১৪৯ ভোট,রফিকুল ইসলাম ৭৪ ভোট,আমির হোসেন মেন্তু ৩১ ভোট।