আজ,
শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দরাত ১২:৩২
নোটিশ বোর্ড
সর্বশেষ
২ মার্চ ২০২২ তারিখ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কমলচন্দ্রের নিকট তার দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনে তার মায়ের চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের ঘরটি মেরামত করে দেয়ার আশ্বাস দেন।
আজ ০৩ মার্চ ২০২২ তারিখ কমলচন্দ্রের অসহায় পরিবার ও প্যারালাইজড শয্যাশায়ী মা কে দেখতে তাদের চাঁদপুর সদরের বড় শাহতলীতে কমলচন্দ্রের ভাঙা জীর্ণশীর্ণ গৃহে ছুটে যান জেলা প্রশাসক। কমলচন্দ্রের গোটা পরিবারকে পুনর্বাসনের জন্য তিনি নিজে সরেজমিনে খাস জমি পরিদর্শন করে দুই শতাংশ জমির উপর মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। জেলা প্রশাসক বলেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার করেছেন দেশে গৃহহীন থাকবে না একটিও ভূমিহীন পরিবার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এসেছি আপনাদের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী যতদিন আছেন ততদিন আপনাদের চিন্তা নেই। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরও পাবেন, জমিও পাবেন। সেই সাথে কমলচন্দ্রের অসুস্থ মায়ের চিকিৎসা সহ ওষুধ ও ফলমূল কেনার জন্য তাকে আরও ৫ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক। এসময় কমলচন্দ্রের পরিবারের সবাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তারা সবাই জেলার সর্বোচ্চ অভিভাবক হিসেবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের পৃষ্ঠপোষকতা ও বদান্যতার জন্য তাকে অশেষ ধন্যবাদ জানান। জেলা প্রশাসকের ত্বরিৎ সিদ্ধান্তে একটি দুঃস্থ পরিবার পুনর্বাসিত হওয়ায় উপস্থিত সকলেই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।