মানিক দাস, চাঁদপুর ॥
চাঁদপুর-৩ আসনের সাংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি এমপির চাঁদপুরের ভাড়া বাসায় চুরির চেষ্টা ও নাশকতার উদ্দেশ্যের ঘটনায় ৯ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় গত বৃহস্পতিবার ৪ডিসেম্বর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং ৬।
মামলার এজহার সূত্রে জানা যায়, শহরের ছায়াবাণী এলাকার অগ্রহণী ব্যাংকের সাবেক ডিজিএম মজিবুর রহমান স্বপনের বাসার ৩য় তলায় ডা. দীপু মণি এমপি ভাড়া থাকতেন। গত বুধবার ৩ডিসেম্বর রাতে যে কোন সময় চোরের দল চুরি ও নাশকতা করার অসৎ উদ্দেশ্যে ঘরের মূল দরজার হেজ বোল্ড ও তালা ভেঙ্গে চোরের দল ঘরের ভিতর প্রবেশ করে প্রত্যেক কক্ষের বিছানা, আসবাপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ফেলে রেখে যায়। গত বৃহস্পতিবার দুপুরে ডা. দীপু মণি এমপি ঢাকা থেকে চাঁদপুরে এসে বাড়িতে ঢুকতে গিয়ে দেখেন দরজা খোলা ভিতরের আসবাপত্র এলোমেলো। পরে তিনি বিষযটি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচাজকে অবগত করেন। ঐ রাতেই মডেল থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম শহরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ৯জনকে আটক করেন। আটককৃতরা হলেন- শাহরাস্তি উপজেলার রাগৈর গ্রামের ওমর ফারুক মিজির ছেলে জাহিদ হোসেন (২২), পুরাণ বাজার মেরকাটিজ রোড়ের আইয়ুব আলীর ছেলে রাব্বি বেপারী (১৯), লেংটা বাড়ির মুরাদ সওদাগরের ছেলে ফরহাদ সওদাগর (২০), কোড়ালিয়া রোড়ের মোস্তফা গাজীর ছেলে রিয়াদ গাজী (২৫), তরপুরচন্ডী গাজী বাড়ির হাসিম গাজীর ছেলে হাবিব গাজী (২৫), মাদ্রাসা রোড়ের মোস্তফা বেপারীর ছেলে সিদ্দিক বেপারী (২০), ঢালী ঘাট দেওয়ান বাড়ির হানিফ দেওয়ানের ছেলে রাশেদ দেওয়ান (২২), কয়লাঘাট এলাকার দিলিপ মনি দাসের ছেলে বিপ্লব মনি দাস (২৪) ও কোড়ালিয়া রোড়ের ছিদ্দিকুর রহমানের ছেলে রনি চৌধুরী (২০)। এজহারে আরো উল্লেখ করা হয়, ধৃত আসামীরা চাঁদপুর শহরের চিহ্নিত ছিনতাই কারী ও চোর চক্রের সদস্য। তারা চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২)ধারায় তাদেরকে আদালতে সোপর্দ্দ করে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনের জন্য ৫দিনে রিমান্ড চাওয়া হয়েছে।