আদালত প্রতিবেদক : আবাসন ব্যাবসায়ীদের সংগঠন রিহ্যাবের নির্বাচন কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া তিন মাসের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার সুপ্রীমকোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে ওই রিটের শুনানি জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এ বিষয়ে আগামী ১ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এর আগে গত ২৬ মে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রিহ্যাবের নির্বাচন কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। আদালতে রিটটি দায়ের করেন রিহ্যাব সদস্য প্রফেসর ড. আবু ইউসুফ আব্দুল্লাহ।