মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি জামায়াতের হরতাল অবরোধ, অগ্নি সংযোগ ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে এক গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫ টায় গণপদযাত্রাটি দোয়াভাঙ্গা হয়ে কালিয়াপাড়া অতিক্রম করে দোয়াভাঙ্গা আল-আমিন শপিং কমপ্লেক্স চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। গণপদযাত্রায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে গণপদযাত্রায় প্রধান অতিথি ছিলেন, চাঁদপুর জেলা সিএনজি অটোটেম্পু মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ উপজেলা, ইউনিয়ন শ্রমিকলীগ সহ শাহরাস্তি উপজেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।