মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫০ জন দুঃস্থ অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি। এ সময় প্রধান অতিথি প্রতিবন্ধীদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, হাজী আব্দুল লতিফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্যের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মানিক লাল মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও. আবুল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আলম মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, উপজেলা যুবলীগ আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, পৌর যুবলীগ আহবায়ক শাহ এনামুল হক কমল প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সম্পাদক ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম শাহরাস্তি পৌরসভাধীন শ্রীপুর মিয়া বাড়ীতে সম্প্রতি অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে ৮ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
এছাড়া সংসদ সদস্যের অংশ গ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।