ইমতিয়াজ সিদ্দিকী তোহা ঃ
শাহরাস্তি—তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্বশুর মোঃ হাবিব মোল্লা (৫৫) নিহত ও জামাতা মেহরাজ হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সকাল ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সুয়াপাড়া মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী লাকসাম উপজেলার ছিকুনিয়া গ্রামের মোল্লা বাড়ির মৃত ছায়েদ মোল্লার ছেলে শ্বশুর মোঃ হাবিব মোল্লা (৫৫) ও তার জামাতা মোঃ মেহরাজ হোসেন (২৫) মোটর সাইকেলযোগে মুদাফ্ফরগঞ্জের উদ্দেশ্যে কালিয়াপাড়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের (যার নং-ঢাকা মেট্রো ট-১৬-০৭৮৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী শ্বশুর হাবিব মোল্লা ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় মোটর সাইকেল চালক জামাতা শাহরাস্তি উপজেলার সূচীপাড়া গ্রামের আরিফ হোসেনের পুত্র মেহরাজ হোসেন গুরুতর আহত হন। আহত মেহরাজ হোসেনকে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে দ্রুত দুর্ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্স উপজেলার উয়ারুক বাজারে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত হাবিবকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।