স্টাফ রিপোর্টার-
শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের ৯টি বসত ঘরে গত মঙ্গলবার গভীর রাতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, ওই ইউনিয়নের বানিয়া চৌঁ, কাঁকৈরতলা ও দূর্গাপুর গ্রামে চুরির এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, মঙ্গলবার গভীর রাতে বানিয়া চৌঁ তালুকদার বাড়ির মৃত জালাল আহমেদের পুত্র মাহবুবুল হকের ঘর, মৃত মজুল হকের স্ত্রী শাহিনা বেগমের ঘর, মৃত মধু মিয়ার পুত্র ছৈয়দ আহমেদের ঘর, মৃত দেলোয়ার হোসেনের পুত্র হেলালের ঘরে চোরের দল সিঁধ কেটে চুরি করে। ওই বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল সেট, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে যায়। যার ক্ষতির পরিমান ৫০ হাজার টাকা।
একই গ্রামের সুধির বাড়ির শাহজাহানের ঘর, পাটোয়ারী বাড়ির আবুল বাশারের ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা করে। কিন্তু ওই ঘরগুলো থেকে কিছুই নিতে পারেনি চোরের দল।
একই রাতে ঐ ইউপির কাঁকৈরতলা বাজারের ব্যবসায়ি আবদুর রশিদের বাড়ি ও দূর্গাপুর গ্রামের আবদুর রশিদ মাস্টারের বাড়িতে সিঁধ কেটে চুরির চেষ্টা করে ব্যর্থ হয়। দূর্গাপুর গ্রামের মাইনুল হকের একটি টিউবয়েল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
এলাকাবাসী জানান, কিছুদিন ধরে এই এলাকাটি মাদকাসক্তদের অভয়াশ্রম হিসেবে গড়ে উঠেছে। নেশাগ্রস্থরা তাদের নেশার টাকা জোগাড় করতে না পেরে বিভিন্ন গ্রামে চুরি করে নেশার টাকার সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছে। এভাবে গ্রামজুড়ে চুরি বৃদ্ধি পেলে সাধারণ মানুষ নিরুপায় হয়ে পড়বে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগি মানুষ ও এলাকার সাধারণ জনগন।