মানিক দাস-
চাঁদপুরের মতলব উত্তরে পুত্রবধূকে শ্বশুর এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শনিবার রাত ১টায় উপজেলার নায়েরগাঁও বাজারের ছোট হলুদিয়া গ্রামে। এ ঘটনায় ঐ পুত্রবধূ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুত্রবধূ জানায়, ২০০৬ সালে মতলব উত্তর উপজেলার বড় হলুদিয়া গ্রামের আ. সাত্তারের মেয়ে শাহিনুর আক্তারের সাথে পার্শ্ববর্তী ছোট হলুদিয়ার গ্রামের সাহেব আলীর প্রবাসি ছেলে মঞ্জুর আহমেদের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামী পুনরায় বিদেশে পাড়ি জমায়। এরইমধ্যে মঞ্জুরের বাবা সাহেব আলী বেয়াই আ. সাত্তারের কাছ থেকে জমি কেনার জন্য ৭ লাখ টাকা ধার নেয়। পরবর্তীতে কিছু টাকা পরিশোধ করে। এরপর থেকেই শাহিনুরের শ্বশুর বিভিন্ন অজুহাতে তাকে গালমন্দ ও মারধর করতো।
ঘটনার দিন রাত ১টায় শাহিনুর একমাত্র ছেলে রাকিবকে নিয়ে স্বামীর বাড়িতে ঘুমন্ত অবস্থায় শ্বশুর ঘরের জানালা দিয়ে তার গায়ে এসিড নিক্ষেপ করে। এতে তার দু’পা ঝলসে যায়। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পুকুরের পানিতে নিয়ে যায়। পরে রোববার সকালে চাঁদপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করায়।
এদিকে ১২ নং ফরাজিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ জানান, ইতোপূর্বে তাদের এ ঘটনা নিয়ে একাধিকবার শালিশ বৈঠক করে মিমাংসা করা হয়েছে। কিন্তু এরপরও যে ঘটনা ঘটেছে রোগি সুস্থ হলে উভয় পক্ষকে নিয়ে পুনরায় সমঝোতার চেষ্ঠা করা হবে।