ঢাকা: ভুল বোঝাবুঝির কারণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সংর্ঘষ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা হল রুমে ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’ শীর্ষক বই প্রদর্শনীর আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী যুবলীগ।
শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়ি ৫২ নম্বর সীমান্ত পিলার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে আড়াই ঘণ্টা গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বিজিবি সদস্য নায়েক মো. মিজানুর রহমানকে ফেরত দেওয়ার কথা ছিল।
সেজন্য নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়ি ৫২ নম্বর সীমান্ত পিলার এলাকায় অপেক্ষা করছিলেন বিজিবির সদস্যরা। কিন্তু মিজানকে ফিরিয়ে না দিয়ে অতর্কিতে গুলিবর্ষণ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। পরে বিজিবি পাল্টা গুলি চালায়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার নিয়ে আমাদের সব রকম ব্যবস্থাই রয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মিয়ানমার ছয়টি নতুন বিওপি করেছে। সেখানে টহল দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রী বলেন, আলোচনা চলছে, মিজানুর রহমানকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল। পতাকা বৈঠকেরও কথা ছিল। কিন্তু হঠাৎ করে আবারও গুলির ঘটনা ঘটে। আমরা মিজানুর রহমানকে পাওয়ার অপেক্ষায় রয়েছে। তাকে ফেরত পাবো। ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।