শাহরাস্তি ব্যুরো-
শাহরাস্তির ঐতিহ্যবাহী বানিয়াচোঁ জে.বি উচ্চ বিদ্যালয়ের দু’ সিনিয়র শিক্ষকের ২২ মাস বেতন-ভাতাদি বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে। এতে ২ শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক সদস্য সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। মামলার অভিযোগ ও ক্ষতিগ্রস্থ শিক্ষকরা জানায়, ২০১২ সালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বেতন বাবদ সিনিয়র শিক্ষক আব্দুল মান্নানের নিকট ২৪ হাজার ৮৯ টাকা ও সিনিয়র শিক্ষক মোঃ ছফি উল্লাহর নিকট ৪৪ হাজার ৫ শত ৪০ টাকা অনাদায়ী হিসেবে প্রাপ্য বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ভূইয়া তাদের মনগড়া সিদ্ধান্তে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও মোঃ ছফি উল্লাহকে সাময়িক বরখাস্ত করে। যার প্রেক্ষিতে ২ সিনিয়র শিক্ষকের বিদ্যালয় প্রদত্ত ২২ মাসের বেতন-ভাতাদি বন্ধ করে দেয়। এতে দু’শিক্ষক মানবেতর জীবন যাপন করছে। দু’শিক্ষকের সৃষ্ট সমস্যা সমাধানকল্পে গত ২৪ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন প্রধান শিক্ষক, ইউ.পি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, বানিয়াচোঁ জে.বি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ পাটওয়ারী, প্রধান শিক্ষক আব্দুল হান্নান ভূইয়া সহ সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়। এতে সিদ্ধান্ত হয় যে, দু’শিক্ষকের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা সহ প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সাথে ওই দু’শিক্ষকের ভুল বুঝাবুঝির নিরসন করে দেয়। পরদিন থেকে ওই ২ শিক্ষককে বিদ্যালয়ে গিয়ে তাদের পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। বৈঠকের সিদ্ধান্তের আলোকে ওই দু’শিক্ষক বরখাস্তের আদেশ প্রত্যাহারের লক্ষে জবাব প্রদান করে এবং বিদ্যালয়ে যোগদান করে। অথচ বিদ্যালয়ে যোগদান ও লিখিত জবাব প্রদান করলেও প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি দু’শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয়নি এবং বিদ্যালয় থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। অথচ প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির একগোয়ামি ও প্রতিহিংসা মূলক সিদ্ধান্তে উপস্থিত সকলের সিদ্ধান্তকে অমান্য করে উল্টো তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে মর্মে গত ৩ নভেম্বর দু’শিক্ষককে ১০ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে নোটিশ দেয়া হয়। এতে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও মোঃ ছফি উল্লাহ বাদী হয়ে গত ১৩ অক্টোবর চাঁদপুর সহকারী জজ আদালতে ৫ জনকে বিবাদী করে ৫৭/২০১৪ মামলা দায়ের করে। মামলার বিবাদীরা হচ্ছেন ঃ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ভূইয়া, অভিভাবক সদস্য আহাম্মদ উল্লাহ ভূইয়া, মোঃ শহীদ উল্লাহ, শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুজ্জামান। বিজ্ঞ আদালত ৫ জনকে ১০ দিনের মধ্যে উল্লেখিত বিষয়ে কারণ দর্শানোর জবাব চাওয়া হয়েছে।
উল্লেখ্য, দু’শিক্ষককে সাময়িকভাবে বরখাস্তের প্রেক্ষিতে বানিয়াচোঁ জে.বি উচ্চ বিদ্যালয়ে বিগত ৬ মাস যাবত ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। অনবরত ছাত্রছাত্রীদের আন্দোলন, শ্রেণি কক্ষে তালা, বিক্ষোভ মিছিলসহ বর্তমানে বানিয়াচোঁ জে.বি উচ্চ বিদ্যালয়ে পাঠদানের স্থবিরতা দেখা দিয়েছে। এতে বিদ্যালয়ের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, স্থানীয় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, ঐতিহ্যবাহী বানিয়াচোঁ জে.বি উচ্চ বিদ্যালয়টি ফলাফলের দিক দিয়ে শীর্ষস্থানের তালিকায় থাকলেও প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির স্বেচ্ছাচারিতায় বর্তমানে বিদ্যালয়টির জে.এস.সি ও এস.এস.সির ফলাফল দিন দিন নিম্নœগামী হচ্ছে।