প্রেস বিজ্ঞপ্তি ॥
শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৪ বারের সাবেক সফল চেয়ারম্যান ও চিতোষী আর.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা, চিতোষী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক-প্রবীণ রাজনীতিবিদ মোঃ রুহুল আমিন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। ৩ টায় লাকসাম পল্লী ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাস কষ্ট রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যা, স্ত্রী, বহু আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শাহরাস্তি উপজেলা জুড়ে শোক বিরাজ করছে।