সাইফুল ইসলাম, হাজীগঞ্জ ॥
স্কাউট চাঁদপুর জেলা রোভারের তিন বছরের জন্য সাধারণ সম্পাদক পদে হাজীগঞ্জ মডেল ইউনিভারসিটি কলেজের ক্রীড়া শিক্ষক মো. নজরুল ইসলাম কণ্ঠ ভোটে নির্বাচিত হয়েছেন। গত ২৪ নভেম্বর সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হন। তিনি হাজীগঞ্জ মডেল কলেজে সুনামের সাথে দীর্ঘদিন ধরে পাঠ দানের পাশাপাশি ক্রীড়া শিক্ষক হিসেবে জেলা ও বিভাগীয় পর্যায়ে কলেজের পক্ষে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করে অনেক পুরস্কার পেয়েছেন।
গত বুধবার হাজীগঞ্জ মডেল কলেজের স্টাফ কাউন্সিলে এক জরুরি সভায় তাকে তাঁর সাফল্য ও জেলা রোভারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কলেজের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে আনন্দগণ পরিবেশে উপস্থিত থেকে সকলের প্রিয় মুখ নজরুল স্যারকে সংবর্ধনা দেন।