ঢাকা: গণমাধ্যমে বাংলা ভাষার সঙ্গে অন্য ভাষার বিকৃত উচ্চারণ ও মিশ্রণ রোধে একটি স্থায়ী কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এছাড়া বাংলা ভাষার দুষণ রোধ ও বিকৃত উচ্চারণ রোধে গণমাধ্যম স্ব স্ব ক্ষেত্রে উদ্যোগ নেবে।
দেশের সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে উচ্চ আদালতের নির্দশনার পর বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর তথ্যসচিব মরতুজা আহমদ সাংবাদিকদের একথা জানিয়েছেন।
উচ্চ আদালতের আদেশ উল্লেখ করে তথ্যসচিব বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বাংলা ভাষার দুষণ, বিকৃত উচ্চারণ রোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া স্ব স্ব ক্ষেত্র থেকে পদক্ষেপ নেবে।
‘দেশের সকল ভাষা সমৃদ্ধ হয়েছে অন্য দেশের ভাষায়। তবে অহেতুক অপ্রয়োজনে বাংলা ভাষার সঙ্গে অন্য ভাষার মিশ্রণ করা যাবে না।’
সচিব বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বাংলার সঙ্গে মিশ্র শব্দের ব্যবহার ও ইংরেজি বিজ্ঞাপন প্রচার পরিহার বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। এ বিষয়ে একটি চিঠি দেওয়া হবে। এছাড়াও সব মিডিয়াকে স্থায়ীভাবে তা অনুসরণ করার জন্য একটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
তবে কমিটির সদস্যদের নাম বলেনি তথ্যসচিব।
পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার, বিকৃত উচ্চারণ রোধ ও ইংরেজি বিজ্ঞাপন প্রচার রোধে প্রত্যেক মিডিয়ায় একজন ফোকাল পার্সন নির্ধারণ করা হবে বলেও জানান মরতুজা আহমদ।
এই সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর করা হবে।
বৈঠকে বিটিভি, বেতার ছাড়াও বেসরকারি টেলিভিশন এবং রেডিও’র শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আগামী ৪ জুন থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য ডিজিটাল ওয়ার্ল্ড’তে দেশি-বিদেশি ৩০০ প্রতিষ্ঠান অংশ নেবে জানিয়ে তথ্যসচিব এ বিষয়ে প্রচারণা চালানোর জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। –