ঢাকা: বিএনপি নেত্রী খালেদা জিয়া জঙ্গি লালন করেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার রাতে রাজধানীর শান্তিবাগ উচ্চবিদ্যালয়ের সেকান্দর আলী মিলনায়তনে বেসামরিক বিমান মন্ত্রী রাশেদ খান মেননের ৭১তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান মেননের নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনের নেতাকর্মীরা জন্মবার্ষিকীর আয়োজন করেন।
তিনি বলেন, দেশবিরোধী ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী খালেদা জিয়া জঙ্গি লালন করেন। তিনি যতদিন ক্ষমা না চাইবেন, ততদিন গণতান্ত্রিক রাজনীতিতে তার কোনো ঠাঁই নেই। এদের মানুষ গণতন্ত্র চক্রান্তকারী খালেদাকে কোনোদিন মেনে নেবে না।
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশ বিরোধী শক্তি জঙ্গিবাদের সমর্থকদের দিয়ে দেশকে সংবিধান ও সামরিক শাসনের দিকে দেশকে ঠেলে দেওয়ার চক্রান্ত করছেন।
খালেদা জিয়া বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারি দেশ ও মহাজোট সরকারের বিরুদ্ধে চক্রান্ত করেছেন। তিনি একজন চক্রান্তকারী নেত্রী। চক্রান্তকারী এ নেত্রীর হাত থেকে দেশকে বাঁচাতে হবে।
রাশেদ খান মেনন রাজনীতির প্রথম থেকে ‘চারটি’ সাহসী ভূমিকা রাখায় ধন্যবাদ ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
তিনি বলেন, মেনন, আইয়ুব, জিয়া, এরশাদ আর ফখরুদ্দিন-মঈনুদ্দিনের আধা সামরিক সরকারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে একজন সত্যিকারের রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন। তার সঙ্গে অনেক বামপন্থী, আওয়ামী লীগ নেতা ক্ষমতার লোভে যোগ দিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন।
রাশেদ খান মেনন বলেন, আমরা বর্তমানে ভালো সময় পার করছি না। জঙ্গিবাদ, গুম, খুন, হত্যার ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতির ঘটেছে।
এ সংকট মোকাবেলা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে পারস্পরিক ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আস্তা না রেখে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সবার প্রতি আহবান জানান তিনি।