জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী ফতেহপুর ওস দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে ৪টি পদের বিপরীতে ৬জন প্রার্থী তুমুল প্রতিদন্ধিতা করেন। এতে দাখিল পর্যায়ে মোঃ মোসলেহ উদ্দিন ১শ ভোট পেয়ে প্রথম, আলমগীর ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়, মনির হোসেন ৯০ ভোট পেয়ে তৃতীয় ও ইবতেদায়ী শাখায় মাসুদ মিয়া রানা ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বাচনে প্রিজাইডিংএর দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যাহ চৌধুরী। এসময় মাদ্রাসার বর্তমান সভাপতি মোঃ তরিকুল ইসলাম, অধ্যক্ষ এবিএসএম আব্দুল্লাহ, ইউপি মেম্বার আজহারুল ইসলাম কামরুলসহ অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বর্গ উপস্থিত ছিলেন।