নিজস্ব প্রতিনিধি ॥ সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, বতর্মান সরকার সর্বদা ইসলামসহ সকল ধর্মের মানুষ যাতে সুন্দরভাবে তাদের ধর্ম চর্চা করতে পারেন, সেই জন্য নিরলস কাজ করে চলছে।
আওয়ামী লীগের কাছেই ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ। গতকাল শুক্রবার বাদজুমা ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রামের বায়তুল হাম্দ জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারীর উদ্যোগে নির্মিতব্য এই মসজিদটি তিনতলা বিশিষ্ট হবে বলে তিনি জানিয়েছেন। উদ্বোধনকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, মসজিদটির প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন পাটওয়ারী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী বিএসসি, নুরুন্নবী জমাদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মহিউদ্দিন ভূঁইয়া ইরান, আওয়ামী লীগ নেতা তাফাজ্বল হোসেন পাটওয়ারী, যুবলীগ নেতা সহিদ উল্ল্যাসহ উল্লেখ যোগ্যসংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মসজিদের উদ্বোধনের পূর্বে ওই স্থানে আয়োজিত মিলাদ মাহফিল শেষে কড়ৈতলী জামে মসজিদের ইমাম মাওঃ সাহাদাত মোনাজাত পরিচালনা করেন। পরে ভোটালে মহিলা আওয়ামী লীগের কর্মীদের মাঝে চেক হস্তান্তর, ষোলদানা গ্রামে সন্ত্রাসী হামলার শিকার বেশ কয়েকটি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।