চাঁদপুর প্রতিনিধি
প্রতিদিন ভোর থেকে সকাল ৮-৯টা পর্যন্ত চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে এলাকা, পুরাণ বাজারের পাড়া-মহল্লা এবং মেঘনা নদী ঘেঁষা গ্রামগুলোতে প্রকাশ্যে জাটকা বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি জাটকা ১শ’ টাকা থেকে ১শ’ ২০ টাকায় বিক্রি করছে একশ্রেণীর হকার মাছ বিক্রেতা। রাতের অন্ধকারে জাটকা নিধন করায় হাত ঘুরে সেই জাটকা বাসা-বাড়িতে চলে আসছে। এ ব্যাপারে সামাজিক প্রতিরোধ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিছু বলছে না। একটি সূত্র জানায়, যমুনা রোড, কসাইখানা, কোড়ালিয়া চর, পুরাণবাজার হরিসভা, রনাগোয়াল, বাবুর্চিঘাট, বায়ু বিদ্যুৎ টাওয়ার, দোকানঘর গুচ্ছগ্রাম, লক্ষ্মীপুর গুচ্ছগ্রাম, হরিণা ফেরিঘাট খালের মুখ, রাঢ়ি বাড়ি কান্দি, সরকার বাড়ি কান্দি এলাকায় জাটকা নিধন এবং ভাসমান আড়তদারি হচ্ছে। এসব স্থানে টাস্কফোসের অভিযান চালানো প্রয়োজন।