চলতি মাসে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এতে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলে দীর্ঘমেয়ার্দী পূর্বাভাসে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জুনের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে সারা দেশে বর্ষার আগমন ঘটতে পারে। সম্ভাবনা রয়েছে স্বাভাবিক বৃষ্টিপাতের। সৃষ্টি হতে পারে গভীর নিম্নচাপও। পাশাপাশি তাপমাত্রাও উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি ও তীব্র বজ্রঝড় এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আর এই অতিভারী বৃষ্টিতে পাহাড়ে ধেয়ে আসা পানিতে বন্যা হতে পারে।
ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
জুনে দেশে একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে।