এমপিওভুক্ত মাদরাসার ২ হাজার ৫৪৫ জন শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরাতন এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারী এবং নতুন এমপিওভুক্ত মাদরাসার পেন্ডিং থাকা আবেদনের ভিত্তিতে এসব শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার এমপিও কমিটি। আর ১৪ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সহকারী অধ্যাপক স্কেল পাচ্ছেন ৮ জন শিক্ষক।
বুধবার (১৭ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদরাসার এমপিওর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, সভায় এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত মাদরাসাগুলোর এবং ইতোমধ্যেই এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পেন্ডিং এমপিও আবেদন নিষ্পত্তি করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন এমপিওভুক্ত মাদরাসার ২ হাজার ৫৪৫ শিক্ষককে এমপিওভুক্ত ও ইনডেক্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, ৪০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর সহকারী অধ্যাপক স্কেল পাবেন ৮ জন শিক্ষক।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আজ,
রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দবিকাল ৪:০৫
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।