সভাপতি মোঃ খোরশেদ আলম ॥
মোঃ জামাল হোসেন ॥
শাহ্রাস্তির ঐতিহ্যবাহী সূচীপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ৪র্থ বারের মত নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী মোঃ খোরশেদ আলম।
গত ১৬ জানুয়ারী, ২০১৫ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারী বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খাঁনের সভাপতিত্বে অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্য উভয়ের সর্বসম্মতিক্রমে ৪র্থ বারের মত সভাপতি হিসেবে নির্বাচিত করেন মোঃ খোরশেদ আলমকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কাউছার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্যাহ প্রমূখ।