মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহের কালিবাড়ী হয়ে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন শাহরাস্তির সহকারী কমিশনার ভূমি মোছাঃ জেসমিন আকতার বানু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাম্মেল হক মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আর.এমও) ডা. আহসানুল কবির, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী হাবিব আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, উপজেলা ইউআরসির প্রশিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা জাতিয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুল কবির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।