মোঃ জামাল হোসেন ॥
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১ টায় বেরনাইয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম খলিলুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সৈয়দ আহমেদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাও চালিয়ে যেতে হবে, তাহলে মন সতেজ থাকবে। শিক্ষার কোন বিকল্প নেই। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা সু-শিক্ষা গ্রহণ করে আগামী দিনে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহ ধর্মিনি ফাতেমা জাহান কাউছার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, চিতোষী আর.এন্ড.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, বেরনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
ক্যাপশন ঃ- বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন ॥ ছবিঃ মোঃ জামাল হোসেন।