আমার কণ্ঠ রিপোর্ট
বুধবার হাজীগঞ্জ বাজার যানজট নিরসনকল্পে গৃহিত সিদ্বান্ত বিষয়ে ফলোআপ সভা আহবান করা হয়েছে। পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপনের আহবানে পৌরসভার হলরুমে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় যানজট নিরসনকল্পে যানজট নিরসনকল্পে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী সমিতি, উপজেলায় কর্মরত সংবাদকর্মীগন, সুধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
গত ১৪ মার্চ উপজেলা আইন শৃঙ্খলা সভায় স্থানীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে কার্যকরি পদক্ষেপ গ্রহনের নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী পৌর মেয়রের আহবানে ১৬ মার্চ পৌরসভায় একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত সকলের মতামত ও সিদ্বান্ত অনুযায়ী একটি রেজুলেশন করা হয়।
সভায় সিদ্বান্ত গ্রহন করা হয়, চাঁদপুর-কুমিল্লা, চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী সকল গাড়ি নির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী উঠা-নামা করতে পারবেনা। যা বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট পরিবহনের হাজীগঞ্জ সমন্বয়কারীগন। বাজারে সিএনজি ও অটোরিক্সা বাজারের মধ্যে যাত্রী উঠানামা করতে পারবেনা। যার জন্য নির্দিষ্ট রুটের গাড়ি রাখার উপযোগি স্থান অবৈধ দখলমুক্ত করে প্রয়োজনীয় সংস্কার করে দিবে। বাস্তবায়ন করবে হাজীগঞ্জ পৌরসভা ও হাজীগঞ্জ থানা। পূর্ব বাজার ব্রীজের উপর কোন ট্রাক রাখা কিংবা লোড-আনলোড করতে পারবেনা। বাস্তবায়ন করবে ট্রাফিক সার্জেন্ট, মাইক্রো গাড়ির অবৈধ ষ্ট্যান্ড সরাতে হবে। বাস্তবায়ন করবে পৌরসভা ও ট্রাফিক সার্জেন্ট। বাজারে ভ্যান গাড়ি করে কোন দ্রব্য বা পন্য বেচা-কেনা করা যাবে না। বাস্তবায়ন করবে ট্রাফিক সার্জেন্ট। আমিন রোডে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে বাজার ব্যবসায়ী সমিতি। বাজারে মেইন রোডের রাস্তার দু’পাশের ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহন করা হবে। যা বাস্তবায়ন করবে বাজার ব্যবসায়ী সমিতি।
উপরের উল্লেখিত রেজুলেশন মোতাবেক সিদ্বান্তগুলোর বিষয়ে ফলোআপ সভা অনুষ্ঠিত হবে। এ দিকে হাজীগঞ্জ পৌরসভার যে সব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তার মধ্যে উল্লেখযোগ্য বিশ^রোডস্থ ষ্ট্যান্ড। ইতিমধ্যে বাজারের যানজট নিরসনে বিশ^রোডে ষ্ট্যান্ড করে দিয়েছেন পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন। পশ্চিম বাজারস্থ বিশ^রোডে চাঁদপুর, রামগঞ্জ ও কচুয়াগামী যাতায়াতকৃত গাড়ির জন্য পৌরসভার নিজস্ব অর্থায়নে এই ষ্ট্যান্ড করে দিয়েছেন তিনি।
মঙ্গলবার সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, বিশ^রোডে চার পাশে একটি বিলবোর্ড ছাড়া সকল অবৈধ বিলবোর্ড অপসারন করা হয়েছে। রোডের চারপাশে জিআই পাইপ দ্বারা রুড সাইন করে দেয়া হয়েছে। এ ছাড়াও বিশ^রোডের চারপাশে ইট ও বালি দিয়ে খানা-খন্দ ভরাট করে সমতল করা হয়েছে।
এই ষ্ট্যান্ড বাজারের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখবে বলে বিশ^াস করেন বাজার ব্যবসায়ী ও পথচারীগন। তবে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে আছেন তারা। কারন ইতিমধ্যে কিছু গাড়ি ষ্ট্যান্ডে গেলেও বাজারে মেইন রোডে আগের মতই রয়ে গেছে অবৈধ ষ্ট্যান্ড। আজ ফলোআপ সভায় সিদ্বান্ত গ্রহনের মাধ্যমে উল্লেখিত রেজুলেশনের কার্যকরি পদক্ষেপ গ্রহন করা হবে জানা যায়।
এ বিষয়ে পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন বলেন, পৌরসভার উপর যে কার্যকরি পদক্ষেপ বাস্তবায়নের কথা বলো হয়েছে। পৌরসভা তা বাস্তবায়ন করছে।