চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-লাকসাম রেল সড়কের চাঁদপুর সীমানার ৫২ কিলোমিটার এলাকা নিরাপত্তা প্রহরায় রয়েছেন ১৫২ আনসার ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা কর্মী। অবরোধে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে ১৩ জানুয়ারী থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে। অবরোধের ডেম্যু ট্রেণ চলাচল বন্ধ থাকলেও চাঁদপুর-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন মেঘনা ও চাঁদপুর-লাকসাম লোকাল ট্রেন সাগরিকা। নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য শাহজাহান ও ইসমাইল মিয়া বলেন, গত ১৩ জানুয়ারী থেকে অবরোধের নামে নাশকতা ঠেকাতে আমরা ৮ ঘন্টা করে দায়িত্ব পালন করছি। রেলের নিরাপত্তার স্বার্থে রাতে ও দিনে পালাক্রমে আনসার সদস্যরা কাজ করছে বলেও জানান তারা।
চাঁদপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস জানান, গত বছর ২০ দলীয় ঐক্যজোটের লাগাতার আন্দোলনের সময় চাঁদপুর-লাকসাম রেল সড়কে বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। তাই এবারের অন্দোলনে প্রশাসন রেলে নাশকতার প্রতিরোধে এ ব্যবস্থা নিয়েছে।