জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় গাছ থেকে পড়ে এক জনের মর্মান্তিক মৃৃত্যু হয়েছে। হতভাগ্য ওই ব্যাক্তির নাম মোস্তাক আহমেদ মোস্তফা (৩০)। সে শংকরপুর গ্রামের আলিম উদ্দিনের পুত্র। গতকাল শুক্রবার সকালে উপজেলার অভয়পাড়া মোল্লা বাড়িতে নিহতের এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার শংকরপুর গ্রামের অধিবাসী আলিম উদ্দিনের দরিদ্রপুত্র গাছ কাটার কাজ করে সংসার পরিচালনা করে আসছে। গতকাল শুক্রবার সকালে মোস্তফার পাশের গ্রাম অভয়পাড়া হুমায়ুন কবির মোল্লার একটি চামুল গাছের ডাল-পালা কাঁটাকালীন সময়ে সে আকস্মিকভাবে গাছের নিচের টিউবওয়েরের পাঁকা স্থানে পড়ে। এতে তার মাথা চৌচির হয়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পার্শ্ববতী বিতারা গ্রামীণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মোস্তাক আহমেদ মোস্তফার স্ত্রী, অবুঝ ২ছেলে ও ১ মেয়ে রয়েছে। মোস্তফার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।