জিসান আহমেদ নান্নু,কচুয়া-
কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে এক ব্যক্তির ৫টি গাছের চারা কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের সোলেমান মিয়ার ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১১নং গোহট দক্ষিন ইউনিয়নের ইসলামপুর গ্রামের অধিবাসী মৃত সেকান্দর আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক তার বাড়ির পশ্চিম পার্শ্বে সম্পত্তি ক্রয় করে ওই স্থানে মেহগনি, গাব ও বাশ জাত গাছের চারা রোপন করে পরিচর্যা করে আসছে। গত বুধবার সকালে রফিকের চাচাতো ভাই মিজানুর রহমান ওই সম্পত্তি নিজেদের কাল্পনিক দাবী করে রফিকের রোপিত গাছের চারা জোর পূর্বক কেটে ফেলে। এ ঘটনায় রফিক মিয়ার স্ত্রী রওশন বেগম বাধা দিলে তাকে প্রাননাশের হুমকি-ধমকি প্রদর্শন করে বলেও তিনি দাবী করে। এদিকে এ ঘটনায় ক্ষতিগ্রস্থ রফিক মিয়ার পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।