স্টাফ রিপোটার-
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ১৭ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা,শিক্ষাউপকরণ বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি নাজমা বেগমের সভাপতিত্বে বিদ্যালয় প্রধান শিক্ষিকা রাশেদা নাসরিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রুশদী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন তালুকদার ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম,শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সিনিয়র সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম, সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারী শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারী শিক্ষিকা রোকেয়া খাতুন, সহকারী শিক্ষিকা তাসলিমা বেগম প্রমুখ । অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরন তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী । অনুষ্ঠানে বিদ্যালয়ের অবশিষ্ট অসহায় গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলড্রেস দেওয়ার ঘোষনা দেন সভাপতি সাংবাদিক সোহেল রুশদী । সবশেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম গাজী ।