মেহেদী হাছান ॥
হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড পূর্ব মকিমাবাদ শেখ রাছেল স্মৃতি সাংসদ সংগঠনের ভিত্তিপ্রস্তুর স্থাপন দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহর আওয়ামীলীগের সভাপতি মাহ্বুবুল আলম লিপন বলেন, শেখ রাসেলের স্মৃতি ধরে রাখতে আপনাদেরকে মাদক মুক্ত ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে কাজ করতে হবে। সমাজের সকল অন্যায় মূলক কাজকে পশ্রয় না দিয়ে এ সংগঠনের মাধ্যমে তা প্রতিহত করে এলাকার সংগঠনটির সু-পরিচিতি তুলে ধরার আহ্বান জানান।
গতকাল বিকাল সাড়ে ৪টায় মকিমাবাদ শেখ রাসেল স্মৃতি সাংসদ দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে ভিত্তিপ্রস্তুর স্থাপন কালে আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন মোহন, উপজেলা যুবলীগের সদস্য আহসান হাবিব বরুন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ্আলম, শেখ রাছেল স্মৃতি সাংসদের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা মো. সুলতান মিয়া, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রাজু ও সদস্য সচিব আবু সাঈদ আব্দুল্লাহ্ জিনুকসহ সংগঠনটির সদস্যরা ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।