জিসান আহমেদ নান্নু-
চাঁদপুরের কচুয়ার সেঙ্গুয়া গ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাতে রাস্তার পাশে রোপনকৃত বিভিন্ন জাতের ২’শ টি গাছের চারা কেঁটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় সচেতন লোকজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সরে জমিনে জানা গেছে, উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের অধিবাসী মৃত কফিল উদ্দিন গাজীর ছেলে সফিকুল ইসলাম গাজী তার বাড়ির পশ্চিম পাশে ৩০ নং সেঙ্গুয়া মৌজার বিভিন্ন দাগে প্রায় ৬৪ শতাংশ জমি ক্রয়করে। প্রায় ১বছর পূর্বে রাস্তার পাশে মাটি ভরাট করে লম্বু, লেবু, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন জাতের চারা রোপন করে পরিচর্চা করে আসছিলো। বৃহস্পতিবার রাতে শত্র“তার জেরধরে দুর্বৃত্তরা তার রোপনকৃত চারাগুলো কেঁটে ফেলে। এ ঘটনায় পরদিন শুক্রবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন মুন্সি ও কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন মুন্সি জানান, গাছের সাথে যারা শত্র“তা করেছে তাদের ব্যাপারে কোন ছাড় নেই। গাছ কাঁটা আর মানুষ মারার মধ্যে কোন পার্থক্য নেই। যারা এমন নিষ্ঠুর ঘটনা ঘটিয়েছে তাদের খোঁজে বের করে আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। গাছের মালিক শফিকুল ইসলাম গাজী জানান, গাছ চারা লাগানোকে কেন্দ্র করে পূর্ব থেকেই একটি পক্ষ বিরোধীতা করে আসছে। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তার কিছুই বলতে পারেননি তিনি।