চাঁদপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংযোজিত হলো অত্যাধুনিক ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) KFW এবং GIZ-এর সহায়তায় UGIIP প্রকল্পের আওতায় দেশের প্রথম শ্রেণীর মর্যাদাসম্পন্ন চাঁদপুর পৌরসভাকে এ গাড়ি প্রদান করা হয়।
চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া বলেন, এ জাতীয় গাড়ি আমদানি হওয়ায় চাঁদপুর পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের অনেক অগ্রগতি সাধিত হবে। অত্যাধুনিক এ গাড়ি দ্বারা ড্রেনে আটকে থাকা নোংরা আবর্জনা সহজেই পাইপের মাধ্যমে ট্যাঙ্কিতে জমা করা বা যে সকল ড্রেনের ময়লা আবর্জনা ট্যাঙ্কিতে নিয়ে আসা সম্ভব নয় তা এই পাইপের মাধ্যমে পানির প্রেসার দিয়ে পরিষ্কার করা যাবে। গাড়িটির বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।