সুজন দাস ॥
হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাজারে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ পালন করেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্বদেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ও হাজীগঞ্জ শহর ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. হান্নান গাজী। গতকাল বুধবার ৫ নভেম্বর সকাল ১১টায় বলাখাল পশ্চিম বাজার থেকে মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক প্রদক্ষিণ শেষে বলাখাল চন্দ্রবান উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শহর ছাত্রলীগের সহ-সভাপতি মো. শাহ্রিয়ার তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা মো. হোসেন, শহর ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আজাদ, মো. ইমান মজুমদার, ছাত্রলীগ নেতা দেওয়ান মো. হাছান, মো. রাজু মীর, ইমন সর্দার, কাজী আজাদ, পায়েল কাজী, মানিক গাজী, মামুন গাজী, সবুজ, আসলাম, নূরুদ্দিন, তরুনলীগ নেতা জিয়া, মো. আলাউদ্দিন প্রমূখ।