জিসান আহমেদ নান্নু ॥
কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় মাঠে পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি ঘোষনা দেয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এতে মোঃ মহিউদ্দিন আল মাসুমকে সভাপতি, মোঃ মোস্তফাকে সাধারণ সম্পাদক ও মোঃ আকতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। অপরদিকে সকাল ১০ টায় উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন উদ্বোধক হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। প্রথম অধিবেশনে ইউনিয়ন যুবলীগের বিদায়ী আহবায়ক জাহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দুলাল পাটওয়ারী, কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুদ্দিন মুন্সি। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহজালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয় প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।