জিসান আহমেদ নান্নু॥
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, স্বাধীনতার বিরুদ্ধাচারণকারীদের দ্বারা দেশের কোন মঙ্গল হবে না। যারা পাকিস্থানীদের পক্ষ অবলম্বন করে স্বাধীনতা সংগ্রাম চলাকালীন মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে তাদেরকে দেশের মানুষ ক্ষমা করবে না। মৌলবাদীদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। তিনি গতকাল বুধবার সকালে কচুয়া উপজেলার আতিশ্বর গ্রামে স্থানীয় পল্লীবিদ্যুতের আয়োজনে ১শ ৭২টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, জামাত ও মৌলবাদীরা দেশে হরতাল ডেকে দেশকে অস্থিতিশীল করতে চায়। যারা হরতাল ডেকে গাড়ী পুড়ায়, মানুষ পুড়ায়, মানুষের জানমাল নষ্ট করে তারা জনগনের বন্ধু হতে পারেনা। বিগত দিনে যারা ক্ষমতায় থেকে এমপি-মন্ত্রী হয়ে কচুয়ায় ২৪৩ গ্রামে একটি বিদ্যুতের খুটিও দিতে পারেনি তাদের ভূমিকার ব্যাপারে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার দেশে বিদ্যুৎ, গ্যাস, স্কুল, কলেজ, রাস্থা ঘাট, ব্রীজ নির্মান করে সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে সক্ষম হয়েছে। এ দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত দেশ হিসেবে যাতে গড়ে উঠতে পারে সে জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চৌধুরী নুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা পল্লীবিদ্যুতের ডিজিএম জাকির হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি প্রানধন দে। এসময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এএসএম মাঈন উদ্দিন, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মিয়াজী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, ইউনিয়ন যুবলীগের আহবায়ক চাঁন মিয়া, যুবলীগ নেতা আবুল কালামসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ড. মহীউদ্দীন খান আলমগীর একই দিনে কচুয়া উপজেলার পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল সম্প্রসারিত ভবনের উদ্বোধন, দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মান ও কচুয়া পৌরসভাধীন সড়ক বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।