লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ মনহরপুরে ১০ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বাড়ির চাচাত ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নির্যাতিতার মা বাদী হয়ে শিশুর চাচাত ভাই সৈকতকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।
প্রতিবন্ধী ওই শিশুর বাবা ও মা জানান, প্রতিবন্ধী মেয়েকে ঘরে একা রেখে মঙ্গলবার সকালে ঋণের কিস্তি দিতে যায় তারা। এ সুযোগে সৈকত ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। বাকপ্রতিবন্ধী হওয়ায় সে চিৎকারও দিতে পারেনি। দুপুরে তার মা বাড়িতে ফিরলে সৈকতকে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যেতে দেখে। পরে ঘরে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় শিশুটি কাতরাচ্ছে। তাকে জিজ্ঞাসা করলে আকার-ইঙ্গিতে শিশুটি তার মাকে বিষয়টি বলে।
তিনি আরো জানান, দুপুরে দ্রুত তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলেও প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পাত্তা দেয়নি। মঙ্গলবার বিকালে থানায় যাওয়ার পর অনেক রাত পর্যন্ত তাদেরকে থানায় রেখে পুলিশ একটি অভিযোগ নিলেও বুধবার মামলা হিসেবে গ্রহণ করে। তবে এখনও পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বর্তমানে ধর্ষণের শিকার ওই শিশু লক্ষ্মীপুর সদরে তার এক খালার বাসায় রয়েছে।
জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, তারা মঙ্গলবার রাতে খবর পেয়েছেন। পরে বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দিলে শিশুটিকে আদালতের মাধ্যমে হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। একই সাথে তার বাড়ি থেকে আলামত জব্দ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।