হাজীগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জে তৃতীয় দিনের মতো স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী চলমান রয়েছে। নিয়োগবিধি সংশোধন করে বেতনবৈষম্য নিরাসনসহ চার দফা দাবিতে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চত্ত্বরে এই কর্মবিরতি পালন করছেন উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন, হাজীগঞ্জ উপজেলা শাখার ব্যানারে গত ২৬ নভেম্বর থেকে তারা এই কর্মবিরতী পালন করে আসছে তারা।
যা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবায়ক মো. শাহজাহান মিয়া।
তিনি বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নতি করতে হবে। আমাদের এই যৌক্তিক দাবি আমরা সরকারের কাছে তুলে ধরেছিলাম।
যা ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন আমাদের টেকনিক্যাল মর্যাদা দেওয়া হবে, কিন্তু তা গত ২২ বছরেও বাস্তবায়ন হয়নি।
এ ছাড়াও ২০১৮ সালে তৎকালীণ স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবী মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠণ করেন। তাও কার্যক্রর হয়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলবে বলে জানান মো. শাহজাহান মিয়।।
কর্মবিরতীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক আমিরুল আক্তার, সদস্য সচিব কবির হোসাইন, সদস্য আরীফ মোহাম্মদ রুহুল ইসলাম, মো. আবু সুফিয়ান, জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।