টাঙ্গাইলের সখীপুরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর গোসলের ভিডিও গোপনে ধারণের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে ওই ছাত্রী সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন আশিক শীল (২৪) ও পাপ্পু (২৭)। তারা সখীপুর পৌর এলাকার বাসিন্দা।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, বেশ কয়েকদিন আগে আশিক শীল গোপনে ওই ছাত্রীর গোসলের ভিডিও করে। পরে সেই ভিডিও তার বন্ধু পাপ্পুকে দেখায়। এরপর ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়।
এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে পুলিশ প্রমাণসহ আশিক ও পাপ্পুকে গ্রেপ্তার করে।
রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। আসামিদের কাছ থেকে জব্দ করা ডিভাইস অধিকতর তদন্তের জন্যে সিআইডিতে পাঠানো হয়েছে।