আমার কণ্ঠ রিপোর্ট॥
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহ্রাস্তি) নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, এ দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে হলে যুবকদের মধ্যে আত্ম কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। তার জন্য ছোট-খাট বিনিয়োগ একত্র করে বড় আকারের বিনিয়োগ তৈরি করতে হবে। পাশাপাশি সমবায় লাইসেন্স দিতে হবে স্থানীয় লোকদেরকে। কিন্তু বহিরাগত লোকদেরকে লাইসেন্স দিলে তারা সাধারণ মানুষের অর্থ লুট-পাট করে পালিয়ে যাবে। সে জন্য স্থানীয় সমবায় কর্মকর্তাকে নজরে রাখতে হবে। তিনি বলেন, সমবায় করে বিদেশের বিভিন্ন রাষ্ট্র উন্নত হয়েছে। আমাদের দেশে সর্বপ্রথম সমবায় চালু করেন কুমিল্লা আবদুল হামিদ খান। তার কারণে আজ আজ সমবায় সৃষ্টি হয়েছে সারা দেশে। আবদুল হামিদ খান দেশের জন্য একটি মডেল। কিন্তু বর্তমানে এ ধরনের নেতা পাওয়া কঠিন। মেজর রফিকুল ইসলাম বীর উত্তম আরো বলেন, আমাদের দেশে সমবায় আইনের ক্রুটি রয়েছে বলে আপনাদের সমস্যার কথা শুনে। এ ধরণের সমস্যা সমাধানের জন্য আইনের পরিবর্তন করতে হলে আপনারা আমাকে সমস্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে হবে। আমি এ প্রতিবেদন নিয়ে সমবায় সংসদীয় স্থায়ী কমিটিকে আলোচনা করার জন্য সুপারিশ করব। প্রয়োজন হলে আপনাদের মতামত নেওয়ার জন্য সুপারিশও করবো। তিনি বলেন, সমবায় আরো শক্তিশালী করতে হলে নারীদেরকে সমবায়ের সাথে অংশগ্রহণ করতে হবে। পুরুষের তুলনায় নারীর দুর্নীতি কম করে। তারা দায়িত্বশীল। গতকাল হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টার সমবায় দিবস র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হাজীগঞ্জ উপজেলা বিআরডিবি’র সভাপতি কাজী খায়রুল আলম পারভেজের সভাপতিত্বে ও সমবায় সদস্য মো: সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোর্শেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মো: মাইনুদ্দিন, শহর আওয়ামীলীগের সভাপতি মাহবুব-উল-আলম লিপন, সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবালুজ্জামান ফারুকসহ সমবায়ী সদস্যবৃন্দ।