মানিক দাস, চাঁদপুর ॥ চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আটকের পর থানা থেকে দৌড়ে পালানোর সময় পুনরায় আটক করা হয়েছে।
জানাযায় চাঁদপুর শহরতলীর ও পৌরসভায় ১৪নং ওর্য়াড খলিসাডুলি শেখ বাড়ির ইদ্রিস শেখের ছেলে মোঃ সুমন শেখ (২৬) র্দীঘ দিন ধরে চাঁদপুর শহর ও আশপাশের এলাকা থেকে কৌশলে অন্যের মোটরসাইকেল চুরি করে থাকে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চাঁদপুর মডেল থানায় রয়েছে। গতকাল সোমবার সকালে চাঁদপুর মডেল থানার নবাগত উপ-পরিদর্শক জাকির হোসেন সুমন শেখকে বাবুরহাট এলাকা থেকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। হাজতি খাতায় সুমন শেখের নাম লিপিবদ্ধ করার সময় তাকে রাখা হলে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেলা সাড়ে ১২টায় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি থানার ডিউটি অফিসার এএসআই আহসানুজ্জামান লাবুর চোখে ধরা পড়ে। আহসানুজ্জামান লাবু সুমন শেখের পেছনে ধাওয়া করে জেলা রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে পুরনায় আটক করে। তাৎক্ষনিক আসামী সুমন শেখকে আদালতে প্রেরন করে।