আমার কণ্ঠ রিপোর্ট-
হাজীগঞ্জ উপজেলায় আফজাল হোসেন বাবু (২০) নামে এক ডাকাত আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাজীগঞ্জ থানার এসআই আঃ বাতেন ও এএসআই মঞ্জুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সেন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার সেন্দ্রা দক্ষিণ বাজার থেকে মনতলা ব্রিজ পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের উপর আফজাল হোসেন বাবুসহ ৮/১০জন ডাকাত দীর্ঘদিন যাবৎ সিএনজি স্কুটার, মাইক্রোবাস ও দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিলো। পুলিশ আরো জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ঐ এলাকায় প্রায় ১০/১২টি গাড়িতে ডাকাতি হয়।
প্রত্যক্ষদর্শী নিশ্চিন্তপুরের আলমগীর পাটওয়ারী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টায় তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সিএনজি স্কুটারযোগে হাজীগঞ্জ বাজার আসার পথে সেন্দ্রা দক্ষিণ বাজার স’ মিলের সামনে মহাসড়কের উপর গাছ ফেলে সিএনজিটি আটক করে। ডাকাত দল আলমগীর পাটওয়ারীকে চিনতে পেরে পালিয়ে যায়। হাজীগঞ্জ থানা পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার আফজাল হোসেন বাবুকে আটক করে থানায় নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, আটক ডাকাত বাবুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরো কয়েকজনের নাম পাওয়া গেছে, তাদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।