আমার কণ্ঠ রিপোর্ট-
চাঁদপুর সদর উপজেলা শাহমোহম্মদপুর ইউনিয়নের মহামায়া দাস বাড়িতে টাকার জন্য শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে গৃহবধুর বিষ পানে আত্ম হত্যার চেষ্টা চালায়। গত সোম বার সন্ধ্যায় নিজ ঘরে দুই সন্তানের জননী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালানোর সময় প্রতিবেশিরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। জানা যায় গৃহবধূ লক্ষী রাণী শীলের ভাই ওমান যাওয়ার সময় তার বোনের জামাই পরেশ চন্দ্র শীলের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয়। টাকা না দেওয়ায় গৃহবধু লক্ষী রানী শীলের স্বামী ও তার দেবর সুমন টাকার জন্য তার উপর অমানসিক নির্যাতন চালায়। টাকা না দিতে পারায় সে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।