চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গতকাল ২৪ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এলে কৃষক ও সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে। যার ফলে বাংলাদেশে খাদ্যের ঘাটতি নেই। সাধারণ কৃষকদের কথা চিন্তা করে সরকার বিনামূল্যে সার, কীটনাশক, বীজ প্রদান করে থাকে। কৃষকদেরকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তাছাড়া যে সকল এলাকায় সরকারি সেচ প্রকল্প নেই, সেসকল এলাকায় স্যালো মেশিন দিয়ে সেচ প্রকল্পের কাজ করায় সরকার তাদের ডিজেল ভর্তুকি দিয়েছে। তিনি আরো বলেন, কৃষি প্রধান দেশ, আমাদের এই বাংলাদেশ। কৃষি ক্ষেত্রে উন্নয়ন হলে বাংলাদেশ উন্নয়ন হবে। তাই কৃষকদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন কৃষিসহ সকল খাতে উন্নয়ন করে থাকে। আর খালেদা সরকার ক্ষমতায় আসলে সারের জন্য আন্দোলন করে কৃষককে প্রাণ দিতে হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা আব্দুল কাউয়ুম মজুমদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমীন, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন প্রমুখ। ৩দিনের এই কৃষি মেলায় ১২টি স্টল রাখা হয়। এরপূর্বে ছেঙ্গারচর পৌরসভার ঠাকুরচরে কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করা হয়।