চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
গত ৮ জানুয়ারি, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজীর সাক্ষরিত উপজেলা ছাত্রলীগের প্যাডে, তারেক হোসেন প্রধানিয়া কে সভাপতি ও কাউছার হোসেন তালুকদার কে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ১ বছরের জন্য ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান আমরা দীর্ঘদিন এই ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি,
জাতীয় ও স্হানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর জন্য কাজ করে দলীয় প্রতীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে তৃণমূলের ছাত্র নেতৃবৃন্দদের নিয়ে কাজ করার কারনেই আজ আমাদের মূল্যায়ন করা হয়েছে।
আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগের সকল দিকনির্দেশনা মেনে এবং উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্দেশ পালনের মধ্যদিয়ে ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সকল ওয়ার্ড কমিটি গঠন করে জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য ধরে রাখবো।
আজ,
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দসকাল ৬:০২
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।