চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব বাজার জনদূর্ভোগ নামে ব্রীজটি দীর্ঘকাল হাজীগঞ্জ বাসীকে যন্ত্রনা দিয়েছিল। অতীতের বহু সরকার এই ব্রীজটি ভেঙ্গে দুই ল্যান বিশিষ্ট ব্রীজ করার জনগনের দাবী থাকলেও তা করেননি। কিন্তু মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জ-শাহ্রাস্তি বাসীর বিশাল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর থেকে হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রীজটি দুই ল্যান বিশিষ্ট করার জন্য প্রক্রিয়া শুরু করেন। তারই ধারাবাহিকতায় গত ২ বছর আগে হাজীগঞ্জ পূর্ব বাজার পুরাতন ব্রীজটি ভেঙ্গে দুই ল্যান বিশিষ্ট ব্রীজটির নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ দুই বছর ব্রীজটির কাজ সম্পন্ন করতে প্রায় ২ বছরের বেশি সময় লেগে যায়। ব্রীজটির কাজ শেষ হওয়ার সাথে সাথে হাজীগঞ্জবাসীর দাবীকৃত ব্রীজটি দিয়ে সাধারণ মানুষ ও পরিবহন চলাচল শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে হাজীগঞ্জ বাজারসহ উপজেলার চেহারা পাল্টে যায়। এখন আর পূর্ব বাজার ঘন্টার পর ঘন্টায় জানজটে আটকে থাকতে হয় না। সাধারণ মানুষ এই ব্রীজ হওয়ার কারণে অনেক খুশি এবং ব্যবসায়ীরা নির্বিগ্নে মালামাল আনা নেওয়া করার সুবিধা ভোগ করতেছে। গতকাল সন্ধ্যায় ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, তথ্য ও গবেষনা সম্পাদক আবু তালেব লিটন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহ্সান হাবিব অরুনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।