মোহাম্মদ কামাল হোসেন
তৃতীয় ধাপে হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার মনোনয়নপত্র শেষ দিনে দুজন প্রার্থীর মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থী আমজাদ হোসেন মিরণ প্রার্থতা প্রত্যাহার করলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে মজিবুর রহমান ও এড. জাহাঙ্গীর আলম প্রার্থীরা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম ফারুক মুরাদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গতকাল বিকালে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ হেলাল উদ্দিন মুঠো ফোনে জানিয়েছেন আগামী ২৪ মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লে আমরা সকল প্রস্তুতি নিয়েছি। কিন্তু চেয়ারম্যন পদে আমজাদ হোসেন মিরণ মুন্সী দলীয় মনোনয়ন পত্র প্রত্যাহার করায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গাজী মাঈনুদ্দিন চেয়ারম্যান ঘোষনা করা হয়েছে এবং ভাইস চেয়ারম্যান পদে মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম মনোনয়ন পত্র প্রত্যাহার করায় গোলাম ফারুক মুরাদ বিনা প্রতিদ্বন্ধিাবতায় ভাই চেয়ারম্যান ঘোষনা করা হয়েছে। শুধু মাত্র মহিলা ভাই চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪মার্চ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন জানিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এবং চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম এর কাছে। তিনি বলেন আগামী ৫ বছর হাজীগঞ্জবাসীর উন্নয়ন, শৃঙ্খলা ও শান্তির জন্য স্বপ্নপূরনে চেষ্ঠা করবো।