আমার কণ্ঠ ডেস্ক :
হাজীগঞ্জে চার দিনব্যাপী চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরী- ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি বৈশাখী বড়ুয়া।
বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে ক্যাম্পুরীতে অংশ গ্রহণকারী (প্রাথমিক শিক্ষার্থী) ক্ষুদে কাব সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটস এর কুমিল্লা অঞ্চলের কমিশনার মো. মফিজুল ইসলাম সরকার, উপ-পরিচালক স্বপন কুমার দাস ও চাঁদপুর জেলা স্কাউটস কমিশনার অজয় ভৌমিক।
আলীগঞ্জ পিটিআই মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুলবুল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান সরকার, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর চিপ মো. দেলোয়ার হোসেন ও ডেপুটি চিপ মো. শফিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আবু বকর সিদ্দিক।
এ সময় অন্যান্য উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকগণ, কাব ক্যাম্পুরীর ইউনিট লিডারসহ ক্ষুদে কাব সদস্যগণ উপস্থিত ছিলেন।