ঢাকা: চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত এখন পর্যন্ত মাত্র চারটি ছবি মুক্তি পেয়েছে। ছবি চারটি হচ্ছে জাকির হোসেন রাজুর ‘জ্বি হুজুর’, ‘পোড়ামন’,‘এর বেশি ভালোবাসা যায়না’ ও শাহাদত হোসেন লিটনের ‘তোমার কাছে ঋণী’।
এরমধ্যে সবচেয়ে বেশি ব্যবসাসফল হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে জুটিবদ্ধ হয়ে করা ছবি ‘পোড়ামন’ ছবিটি। বাকী ছবিগুলো গড়পড়তা ব্যবসা করলেও শুটিং শেষ হওয়া মুক্তি প্রতীক্ষিত আটটি ছবি নিয়ে সাইমন খুব বেশি আশাবাদী।
শুধু তাই নয় আটটি ছবি যদি চলতি বছরেই মুক্তি পায় তবে চলচ্চিত্রে তার অবস্থান আরো দৃঢ় হবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই এমনই আশাবাদ ব্যক্ত করেছেন।
সাইমন অভিনীত মুক্তি প্রতীক্ষিত আটটি ছবি হচ্ছে রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, ‘অজান্তে ভালোবাসা’, এজে রানার ‘তোর লাগি পরাণ কান্দে’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইটিস পিটিস প্রেম’, মিজানুর রহমান শামীমের ‘ধ্বংস মানব’, সাইমন তারিকের ‘মাটির পরী’, নজরুল ইসলামের ‘রানা প্লাজা’ ও শফিক রহমানের ‘স্বপ্ন ছোঁয়া’।
প্রতিটি ছবি নিয়েই সাইমন দারুণ আশাবাদী থাকলেও সাইমন একটু বেশি আশাবাদী তার অভিনীত সাইমন তারিক পরিচালিত ‘মাটির পরী’ ছবিটি নিয়ে।
সাইমন বলেন ,‘ এই ছবিটির গল্প, চিত্রায়ণ, গান, লোকেশন সর্বোপরি অভিনয়ে আমার মাত্রারিক্ত চেষ্টা ছবিটিকে দর্শকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলবে বলে আমি আশা রাখি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো ভালো ছবিতে অভিনয় করতে পারি।’
সাইমন গত ২৭ মে থেকে পূবাইলে শুরু করেছেন বিদ্যুৎ শাহাদাত পরিচালিত ‘ষোল আনা প্রেম’ ছবির কাজ। জুন মাসের মাঝামাঝি সময় পর্যনন্ত এই ছবির কাজ নিয়েই ব্যস্ত থাকবেন সাইমন।